নিজেই তৈরি করুন একটি এফএম রেডিও ষ্টেশন-How to make a FM Radio Station:
২০১৪ সালে ডিজিটাল উদ্ভোবনী বিজয় মেলায় আমি আমার তৈরি করা ০২ টি ইলেকট্রেনিক্স প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করেছিলাম। অবশ্য আমাদের কলেজের হয়ে ডিজিটাল উদ্ভোবনী বিজয় মেলায় অংশগ্রহণ করা হয়েছিল। ০২ টি প্রজেক্টের মধ্যে একটি ছিল ডিজিটাল হাই সিকিরিউট স্মাট হোম যা ছিল যৌথ ভাবে, এবং অপরটি ছিল আমার সম্পূর্ণ নিজের তৈরি। মজার ব্যপার হচ্ছে যে, আমি একক ভাবে যেটা বানিয়ে ছিলাম সেটা পুরস্কারের তালিকায় না আসলে ও যৌথভাবে তৈরি করা ডিজিটাল হাই সিকিরিউট স্মাট হোম প্রজেক্টটি সিনিয়র গ্রুপে প্রথম স্থান গ্রহণ করেছিল।
তবে আজ আমি আপনাদের সাথে আমার তৈরি করা প্রজেক্ট মিনি এফএম রেডিও ষ্টেশন এর ব্যাপারে খুটিনাটি শেয়ার করবো। এফএম রেডিও ষ্টেশন এটি একটি খুবই মজার প্রজেক্ট, তৈরি করে নিজে যেমন মজা পাবেন ঠিক অন্যদের ও মজা দিতে পারবেন। আপনার মোবাইলে বা ল্যাপটপে গান, ওয়াজ বাজাবেন বা আপনি মাইক্রোফোনে যা বলবেন এটি প্রায় হাফ কিলোমিটার থেকে ২ কিলোমিটার পর্যন্ত ট্রান্সমিট করে এফএম রেডিও তে শুনতে পারবেন। তবে অবশ্যই একটি বিষয় আপনাকে অবগত থাকতে হবে যে, আমাদের দেশে এটি ব্যবহার করা আইনগত ভাবে জটিলতা রয়েছে। তাই চাইলেই আপনি সবসময় ব্যবহার করতে পারবেন না।
নিজের একটি এফএম রেডিও ষ্টেশন থাকাটা যেমন গর্বের বিষয় ঠিক তেমনি আপনার ইলেট্রনিক্স দক্ষতা ঝালিয়ে নিতে পারবেন। আমি যেটি বানিয়ে ছিলাম সেটি বানাতে খুবই অল্প কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ব্যবহার করেছিলাম, তাই আশা রাখি আপনিও খুব সহজেই তৈরি করতে পারবেন। তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করা যায় একটি মিনি এফএম রেডিও ষ্টেশন।
প্রথমেই আমরা জানবো যে, কিকি লাগবে এটি তৈরি করতে।
- একটি 22n অথবা ২২৩ নাম্বারের pf ক্যাপাসিটর।
- একটি ১০ নাম্বারের pf।
- একটি ৪৭ নাম্বারের pf।
- একটি 1n বা ১০২ নাম্বারের pf।
- একটি 1uf 50v এই মানের পোলারিস্ট ক্যাপাসিটর।
- একটি ৪৭ ওহমের রেজিস্ট্যান্স।
- একটি ৪.৭ কিলো ওহমের রেজিস্ট্যান্স।
- একটি ১০ কিলো ওহমের রেজিস্ট্যান্স।
- একটি ২২ কিলো ওহমের রেজিস্ট্যান্স।
- একটি BC547 এই মানের ট্রানজিস্টর।
- কলমের ওপর পেচিয়ে ২০ অথবা ২২ গেজের তামার তার দিয়ে একটি ৬ পাকের Tank কয়েল যা বানাতে হবে।
- একটি MIC এটি অবশ্যই পাবেন আপনার পুরাতন ক্যাসেট প্লেয়ারে অথবা মোবাইলের হেড ফোনে।
- সার্কিটটি অন অফ করার জন্য একটি সুইচ।
- সার্কিটে পাওয়ার সরবরাহের জন্য ৬ ভোল্টের ব্যাটারী।
- ১৫ থেকে ২০ হাত তার যা এন্টেনা হিসাবে ব্যবহৃত হবে, মনে রাখতে হবে এটি যত ভালভাবে দিতে পারবো রেঞ্জ তত বাড়বে।
এইবার নিচের সার্কিটের মত করে উপরের কস্পোনেন্ট গুলো সংযোগ দিন। সার্কিটের বেজ হিসাবে আমার ভেরো বোর্ড ব্যবহার করতে পারি।
সার্কিট সম্পূর্ণ হলে সার্কিটে পাওয়ার সংযোগ দিয়ে রেডিও অথবা মোবাইলের এফএম চালু করে দেখুন শো শো শব্দ বন্ধ হয়ে গেছে অথবা অটো সার্চ করে দেখুন আপনার তৈরি করা এফএম রেডিও ষ্টেশন টি রেডিও তে ধরছে। কথা বলুন অথবা গান বাজিয়ে দিন।
আজ এই পর্যন্ত আগামীতে অন্য কোন মজার ইলেট্রনিক্স প্রজেক্ট নিয়ে কথা হবে ইনশাআল্লাহ।
আগের লেখা পড়তে ক্লিক করুন-বৈদ্যুতিক ওয়্যারিং এবং হাউজ ওয়্যারিং বিষয়ে বিস্তারিত আলোচনা