Job News
বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools)
বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools)

বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools) 2022

বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools)

এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে তা হচ্ছে- বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools) বিষয়ে। বিউটি কেয়ার কাজ করতে বেশ কিছু টুলস প্রয়োজন। এই টুসগুলোর মধ্যে কিছু হলো হ্যান্ড টুলস বা হস্ত চালিত সরঞ্জাম, আর কিছু হলো পাওয়ার টুলস বা শক্তি চালিত বা বিদ্যুত চালিত সরঞ্জাম। যে সরঞ্জামগুলো হাত দিয়ে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় হস্ত চালিত সরঞ্জাম। যেমন- টুইজার, চিরুনী, প্যাক ব্রাশ, হেয়ার ব্রাশ, ফাইলর, নেইল কাটার ইত্যাদি। আর যে টুলসগুলো বিদ্যুতের সাহায্যে চলে সেগুলোকে শক্তি চালিত বা বিদ্যুত চালিত সরঞ্জাম বা পাওয়ার টুলস বলা হয়। যেমন- স্টিম মেশিন, আয়রণ মেশিন, হেয়ার ড্রায়ার ইত্যাদি। আমরা নিচে বিউটি কেয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন টুলস সম্পর্কে আলোচনা করবো।
তো শুরু করা যাক- বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools)।
শুরুতেই আমরা জানবো বিউটি কেয়ার বিষয়ক কাজ করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় বা লাগবে সেই সম্পর্কে- বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools)

বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় পাওয়ার টুলস:

বিউটি কেয়ারের কাজ করতে গেলে কিছু পাওয়ার টুলস প্রয়োজন হয়। তাই এই টুলগুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা প্রয়োজন। বিউটি কেয়ার কাজের পাওয়ার টুলগুলো কী কী, কোন কাজে কী টুল লাগবে, এগুলোর ব্যবহারবিধি সম্পর্কে জানা বিউটি কেয়ার কাজ যারা করবেন তাদের জন্য অত্যন্ত জরুরি। এখন আমরা বিউটি কেয়ার কাজ করতে কী কী পাওয়ার টুল লাগবে সে সম্পর্কে জানবো। বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools)

১. ষ্টিম মেশিন

বিউটি কেয়ার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেশিন হচ্ছে ষ্টিম মেশিন। পার্লারে ফেয়িাল করার জন্য ফেসে বা মুখে স্টিম দিতে স্টিম মেশিন ব্যবহার হয়ে থাকে। এই স্টিম মেশিন টি বিদ্যুৎ দ্বারা ব্যবহার করা হয়।

Stem Machine

 

২. আয়রন মেশিন

বিউটি কেয়ার বা পার্লারে চুল সংক্রান্ত কাজে এই আয়রণ মেশিন ব্যবহার করা হয়। এই আয়রণ মেশিন টি বিদ্যুৎ মাধ্যমে চলে।

 

৩. হেয়ার ড্রায়ার

বিউটি কেয়ার বা পার্লারে হেয়ার ড্রায়ার মেশিন চুল শুকানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। হেয়ার ড্রায়ার এক প্রকার বিদ্যুৎ চালিত মেশিন।

বিউটিশিয়ানের কাজের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র:

বিউটি কেয়ার বা পার্লার কাজের জন্য হ্যান্ড টুলস ও পাওয়ার টুলসের পাশাপাশি কিছু আসবাবপত্রও ব্যবহার করা হয় বা প্রয়োজন হয়।  আসবাবপত্র সম্পর্কে বিউটিশিয়ানদের ভাল ধারণা থাকতে হবে। আমরা বিউটি কেয়ার বা পার্লার কাজের জন্য যে সকল আসবাবপত্র ব্যবহার করা হয় সেই সম্পর্কে জানবো। বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools)

বিউটি কাজের জন্য যে সব আসবাবপত্র ব্যবহার করা হয় তা হলো-

১. ফেসিয়াল বেড

   

ফেসিয়াল কাজ করার জন্য ফেসিয়াল বেড ব্যবহার করা হয়। ফেসিয়াল কাজ করার জন্য অনেক সময় গ্রাহক বা ক্লায়েন্টকে কখনো শয়ন, কখনো আধা শয়ন অবস্থায় রাখতে হয়।  একজনের ফেসিয়াল করার জন্য ফেসিয়াল বেড ব্যবহার করা যায়। ফেসিয়াল বেড রিভলবিং বেড হিসাবে বিশেষভাবে তৈরি।

২. ভ্রু তোলার চেয়ার

গ্রাহক বা ক্লায়েন্ট এর ভ্রু তোলার কাজের জন্য ভ্রু তোলার চেয়ার ব্যবহার করা হয়।  ভ্রু তোলার চেয়ার টি কাস্টমারের জন্য হুইল যুক্ত বিশেষ এক ধরনের আরামদায়ক চেয়ার।

৩. ফ্রিজ

বিউটি কেয়ার বা পার্লার কাজে বিভিন্ন কাঁচামাল বা উপকরণ ব্যবহার করা হয়। যেগুলো কাজের পূর্বেই সংগ্রহ করে রাখতে হয়। কাস্টমার আসার আগে থেকে সংগ্রহ করে না রাখলে কাস্টমার উপস্থিত হলে তাৎক্ষণিক ভাবে সংগ্রহ করা সম্ভব হয় না। তাই এইসব উপকরণ পূর্বেই সংগ্রহ করে ফ্রিজে রাখতে হয়। বিউটি কেয়ার বা পার্লার কাজে বিভিন্ন কাঁচামাল বা উপকরণ ব্যবহার করা হয় যেমন- বিভিন্ন প্যাক প্রয়োজন এগুলো তৈরি করে নরমাল ফ্রিজে রাখতে হয়। এছাড়াও ফেসিয়াল কাজ করার জন্য বরফ ব্যবহার হয়। বিউটি কেয়ার বা পার্লারে যে সব ক্রিম ব্যবহার করা হয় সেগুলোও ফ্রিজে রাখতে হয়। বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools)

৪. শ্যাস্পু বেড

গ্রাহক বা ক্লায়েন্টএর চুল শ্যাম্পু  করার কাজে শ্যাম্পু বেড ব্যবহার কার হয়। শ্যম্পু বেড একজন মানুষের চুল শ্যাম্পু করার জন্য উপযোগী একটি সুন্দর এবং আরামদায়ক আসন বা বিছানা। শ্যাম্পু বেডে একটি হুইল থাকে। শ্যাস্পু বেড এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করা যায়।

৫. বড় আয়না/দেয়াল আয়না

বিউিটি পার্লারে বড় আয়না থাকা খুবই জরুরি কেননা কাস্টমার বা গ্রাহক  সাজ বা বিউটি কেয়ার কাজ যেমন ভ্রু প্লাক, চুল কাটা মেক আপ করা ইত্যাদি কাজ কেমন হচ্ছে তার চাহিদা বা পছন্দমতো হচ্ছে কিনা তা যেন সে দেখতে পারে সে জন্য বিউটি পার্লারের দেয়ালে বড় আয়না লাগিয়ে রাখতে রাখতে হয়। বিউিটি পার্লারে বড় আয়না লাগানো থাকলে রুমটি দেখতেও অনেক সুন্দর লাগে।

বিউটি কেয়ার কাজের হ্যান্ড টুলস ও কাঁচামাল: (বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools))

এই পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বিউটি কেয়ার কাজে ব্যবহৃত হ্যান্ড টুলস নিয়ে। ইতোপূর্বে আলোচনা করা হয়েছে পাওয়ার টুলস ও আসবাবপত্র নিয়ে। 

যে সকল হ্যান্ড টুলস বিউটি পার্লারের কাজ করতে  ব্যবহার করার হয় সেই সকল হ্যান্ড টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো-

১. আয়না-

আমরা সবাই নিজকে দেখার জন্য আয়না ব্যবহার করে থাকি। পার্লার বা বিউটি কেয়ার কাজের জন্য ছোট আয়নার পাশাপাশি দেয়াল বড় আয়না দুটোই প্রয়োজন পড়ে, তাই প্রতিটি পার্লারে দুটোই ব্যবহার করা হয়ে থাকে।

 

২. চিরুণী-

যাদের চুল আছে তাদের অবশ্যই চিরুণী প্রয়োজন। চিরুণী ব্যবহার করেনি এমন লোক খুজে পাওয়া বড়ই  দুষকর। বিউটি কেয়ার কাজে চুলে শ্যাম্পুকরণ, অয়েল ম্যাসাজ,  চুল কাটা, চুলের সব ধরনের সাজগোজ কাজে চিরুণী প্রয়োজন। মোটা দাঁতের চিরুণী ও চিকন দাঁতের চিরুণী এই দুই ধরনের চিরুণী আমাদের চুলের জন্য ব্যবহারের করি। 

 

৩. টুইজার বা চিমটা-

ভ্রু ও ঠোটের উপরের পশম তোলার কাজে যে টুলসটি ব্যবহার করা হয় তার না হচ্ছে টুইজার। টুইজিং পদ্ধতিতে টুইজার ব্যবহার করে পশম তোলা হয়। এই পদ্ধতি টা ব্যথাযুক্ত একটা পদ্ধতি যা ২ থেকে ৩ সপ্তাহ পর পর নিয়মিত এই কাজ করতে হয়।

 

৪. হেয়ার ব্রাশ-

আমরা চিরুণী বা ব্রাশ ব্যবহার করি চুল পরিস্কার করা ও আঁচড়ানোর কাজে । চিরুনী বা ব্রাশ আমারা যেটাই ব্যবহার করি সেটা ভালো মানের হওয়া উচিত। চিরুণী বা ব্রাশের ডগা অবশ্যই  গোলাকার নিটোল হতে হয় তানাহলে মাথার চামড়া ক্ষত হয়ে যেতে পারে। বিউটি পার্লারে চুলের ধরন ও আাঁচড়ানোর সুবিধা অনুযায়ী ব্যবহারযোগ্য চিরুণী ও ব্রাশ রাখা হয়। পাতলা চুলে নরম ব্রাশ এবং কোকড়া ও মোটা চুলে শক্ত ব্রাশ ব্যবহার করতে হয়।

 

৫. প্যাক ব্রাশ-

প্যাক ব্রাশ এক ধরনের নরম ব্রাশ যার সাহায্যে ফেসিয়াল প্যাক লাগানোর হয়।

 

৬. ফেসিয়াল বাটি-

ফেসিয়াল করার জন্য অনেক প্রকার প্যাক ব্যবহার করা হয়। আর এসব প্যাক ব্যবহার করতে বিভিন্ন বাটির প্রয়োজন হয় যাকে বলে  ফেসিয়াল বাটি বলে। ফেসিয়াল বাটি  হিসাবে কাচের হওয়া চাই।

 

৭. ফেসিয়াল ব্রাশ-

ফেসিয়াল প্যাক লাগানোর জন্য যে ব্রাশ ব্যবহার করা হয় তাকে ফেসিয়াল ব্রাশ বলে।

 

৮. পেডিকিউর সেট ও মেনিকিউর সেট-

পেডিকিউর ও মেনিকিউর কাজে যে সেট টি ব্যবহার করা হয় তাকে পেডিকিউর ও মেনিকিউর সেট বলে। কিউটিকেল সিজর, রেঞ্জ স্টিক, ফাইলর ও নেইল কাটার  উপকরণসমূহ এই সেটে থাকে । এই উপকরণসুমহ হাত ও পায়ের নখ কাটা, নখের শেপ করা ও নখ পরিস্কার করার কাজে ব্যবহার করা হয়ে থাকে।  

৯. পিউমিক স্টোন-

পায়ের গোড়ালী পরিস্কার কাজে এই পিউমিক স্টোন ব্যবহার হয়ে থাকে। পিউমিক স্টোন মাটির বা স্টোনের হতে পারে। 

 

১০. সুতা-

পার্লারে বিভিন্ন কাজের জন্য সুতা ব্যবহার করা হয় যেমন- ভ্রু প্লাক, আপার লিপ প্লাক ও মুখমন্ডল থ্রেডিং। 

১১. ক্লোরোফোম জেল- বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools)

পার্লারে ক্লোরোফোম জেল বিভিন্ন কাজে ব্যবহার হয় যেমন- ভ্রু প্লাক, আপার লিপ প্লাক, মুখমন্ডল থ্রেডিং ও এরিয়ায় শিথিলকরণ এর ক্ষেত্রে ক্লোরোফোম জেল ব্যবহার করা হয়। অনেক সময় ক্লোরোফোম জেল ব্যবহার না করে এর পরিবর্তে বরফও ব্যবহার করা যায়।

১২. ম্যাসাজ ক্রিম-

ম্যাসাজ ক্রিম ত্বক ম্যাসাজ কাজে ব্যবহার করা হয়ে থাকে হয়। যে ম্যাসাজ কাজে এই ক্রীম ব্যবহার করা হয়- ফেন্সী ম্যাসাজ ক্রিম, শাহানাজ ম্যাসাজ ক্রিম ইত্যাদি।

১৩. কিঞ্জিং মিল্ক-

ক্লিঞ্জিং এর অর্থ হচ্ছে পরিস্কার করা। বর্তমান বাজারে ক্লিঞ্জার তিন ধরনের পাওয়া যায়-মিল্ক, ক্রিম ও লোশান। মেক আপ তোলার জন্য ক্লিঞ্জিং মিল্ক খুবই ভালো ব্যবহার করা হয়। মেক আপ তোলার জন্য আলতো করে ,মেকাকৃত সারা মুখে ক্লিঞ্জার লাগিয়ে তারপর তুলা দিয়ে তুলে ফেলা হয়।

১৪. জেল ক্লিঞ্জার-

এই ধরনের ক্লিঞ্জার তেলমুক্ত হয়ে থাকে এবং মুখ ধোয়ার পর মুখের তেল তেল ভাব কমে যায়। পানিতে দ্রবণীয় ক্লিঞ্জার ত্বকের জন্য খুবই ভালো কাজ করে। এইটা ব্যবহারে ত্বকের কোনো প্রদাহ বা ত্বকের কোনো প্রকার ক্ষতি হয় না। 

১৫. পাউডার-

বিউটি পার্লারে বিভিন্ন কাজে বিভিন্ন প্রকারের পাউডার ব্যবহার করতে হয়। যেমন- ফেস পাউডার ও লুস পাউডার। মুখে মার্জিত ভাব তৈরির কাজে পাউডার ব্যবহার করতে হয়। এছাড়া লুজ পাউডার দিয়ে ভ্রু প্লাক, আপার লিপ প্লাক ও থ্রেডিং এর কাজ করা হয়। 

১৬. স্ক্রার্ব-

স্ক্রার্ব এটি ত্বক পরিস্কার করার কাজে ব্যবহার করা হয়। এর মধ্যে কোনোটা শুধু মুখের জন্য কোনোটা হাত ও পায়ের জন্য আবার কোনোটা সারা শরীরে ব্যবহৃত হয়। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে স্ক্রার্ব যেন অবশ্যই ভালমানের হয়। এটাও খেয়াল রাখতে হবে স্ক্রার্ব ৫ মিনিটের বেশি মুখে লাগিয়ে রাখা যাবে না।

১৭. উপটন-

উপটন এর সাহায্যে মুখের ত্বক টান টান করা হয়। বাজারে বিভিন্ন ধরনের উপটন পাওয়া যায় যেমন-ফেন্সী, শাহানজ, শংখের গুড়া, নিম প্যাক ইত্যাদি।

১৮. বড় তাওয়াল ও ছোট তাওয়েল-

তাওয়েল এবটি ইরেজি শব্দ যা বাংলায় বলা হয় তোয়ালে। সবাই শরীর ও মাথা মোছার ক্ষেত্রে টাওয়েল ব্যবহার হয়ে থাকে। পার্লারের কাজে যেমন- পেডিকিউর, মেনিকিউর ও চুল শ্যাম্পু করার জন্য বিভিন্ন আকারের তাওয়েল ব্যবহার হয়। তাওয়েল কটনের তৈরি হয় যা মোছার কাজে ব্যবহারকরা হয়।

১৯. ফেসিয়াল ব্যান্ড-

ফেসিয়াল ব্যান্ড ফেসিয়াল করার সময় মাথার চুল বাঁধার কাজে তা ব্যবহার করা হয়। ফেসিয়াল ব্যান্ড এক প্রকার পলি উপকরণ দিয়ে তৈরি , যার ভেতরে চুলগুলো আবদ্ধ থাকে ফেসিয়াল করার সময়।

২০. টোনার-

ত্বকের বহির্ভাগের মরা কোষ, অবশিষ্ট ক্লিঞ্জিং ও তৈলাক্ত ভাব দূর করার জন্য টোনার সলিউশন হিসাবে ব্যবহার করা হয়। এই টোনার তৈরি হয়হেজেলস্যালিসাইলিক এসিড অথবা প্রোপাইলিন গ্লাইকল দিয়ে। টোনার বিভিন্ন নামে পাওয়া যায় যেমন- এসট্রিনজেন্ট ফ্রেসনার, ক্ল্যারিফাইং লোসান। 

২১. স্যাভলন-

এন্টিসেপটিক হিসেবে বিউটি কেয়ার কাজে পেডিকিউর ও মেনিকিউর করতে  স্যাভলন ব্যবহার হয়ে থাকে।

২২. তুলা-

পার্লারের কাজে তুলা বিভিন্ন ভাবে ব্যবহার হয় যেমন- ভ্রু প্লাক, মেনিকিউর, পেডিকিউর, হাত ও পায়ের নখ পরিস্কার, চুলে অয়েল লাগানো, টোনার লাগানো ইত্যাদি কাজে। 

২৩. হারবাল তৈল-

নানা রকম তেল মাথায় ও শরীরে বিউটি কেয়ার কাজে ব্যবহার করা হয়। নারিকেল তেল ও সরিষার তেল সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তবে এর সাথে নানা হারবাল দ্রব্যাদি মিশ্রিত করা হয় যেমন- আমলকি, ভংরা, অশ্বগন্ধ্যা, কর্পূর, দই, মেহেন্দি, বহেরা, চিত্রা, গুলঞ্চ ইত্যাদি। 

২৪. ভিটামিন-ই ক্যাপসুল-

ইয়থ ভিটামিন হিসাবে ভিটামিন ই পরিচিত। ভিটামিন ই এর প্রভাব খুব বেশি ত্বক ও চুলের উপর।  ত্বকের অকাল বার্ধক্য এড়াতে ভিটামিন ই প্রয়োজন তাই ফেসিয়াল ও হেয়ার ট্রিটমেন্টে ভিটামিন ই ব্যবহার করা হয়। বলিরেখা ও ত্বকের ভাঁজ কমাতেও ভিটামিন ই সেরা।

২৫. মায়েশ্চোরাইজার-

মায়েশ্চোরাইজার ত্বক আদ্র করার একটা উপাদান। মায়েশ্চেরাইজারের কাজ হচ্ছে ত্বককে মসৃণ ও আদ্র রাখা। শুষ্ক, তৈলাক্ত ও স্বাভাবিক ত্বক ভেদে মায়েশ্চোরাইজারের ও ভিন্নতা রয়েছে। ত্বকের ধরন অনুযায়ী মায়েশ্চেরাইজার ব্যবহার করতে হয়। 

২৬. পেট্রোলিয়াম জেলী-

হাত পায়ের ম্যাসেজে ব্যবহার করা হয় পেট্রোলিয়াম জেলী এছাড়াও ইহা ত্বক নরম করে ও হাত পা ফাটা দূর করে। 

২৭. গ্লিসারীণ-

গ্লিসারীণ ব্যবহার করা হয় ত্বক নরম রাখার জন্য। 

২৮. নেইল পলিশ-

নেইল পলিশ ব্যবহার করা হয় নখের সৌন্দর্য বৃদ্ধির জন্য।

বিউটি কেয়ার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও উপকরণ এর যত: বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools)

ব্যবহার জনিত কারণে যে কোনো জিনিষেরই ক্ষয় ক্ষতির সম্ভাবনা থাকে। বিউটি কেয়ার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও সামগ্রীও ব্যবহার জনিত কারণে ক্ষয় ক্ষতি হতে পারে। এই ক্ষয়ক্ষতি থেকে যন্ত্রপাতি ও উপকরণসমূহ রক্ষা করার জন্য কিছু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেয়া হয় সেটাকে বলা হয় যত্ন ও রক্ষণাবেক্ষণ।

যন্ত্রপাতি ও উপকরণ এর যত্ন আমরা কেন নেব?

আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিষগুলি ভাল রাখতে আমরা এগুলির যত্ন নিয়ে থাকি। যত্ন না করলে কোনো জিনিষই বেশি দিন টেকে না। মেশিন ও যন্ত্রপাতি সমস্যামুক্ত এবং কাজে ব্যবহার উপযোগী রাখতে এর রক্ষণাবেক্ষণ অতিব জরুরি। যন্ত্রপাতি ও হাতিয়ারসমূহ যত্নের না নিলে সম্যসা সমূহ হয়।

  • মরিচা পড়ে,
  • টাইট হয়ে যায়,
  • ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে,
  • পার্টসগুলো ভেংগে যায়

 

পাওয়ার টুলসএর যত্ন-

পাওয়ার টুলস এর যত্নের ক্ষেত্রে নিচের বিষয়গুলো অবশ্যই ফলো করতে হবে।

  • কাজের শুরুতে নিয়মিত পরিস্কার  করা এবং কাজের শেষে নিয়মিত পাওয়ার টুলস পরিস্কার করা।
  • কাজ শেষ হলে সুইজ অফ করা এবং বৈদ্যুতিক লাইনের সংযোগ টুলসে আছে কিনা লক্ষ্য করা।
  • প্রতিদিন কাজ শেষ হলে নিরাপদ/ যথাস্থানে রাখা।

 

হ্যান্ড টুলস এর যত্ন-

হ্যান্ড টুলস এর যত্ন নিতে নিচের কাজগুলি করা হয়ে থাকে ।

  • ১৫ দিন বা ১ মাস পর পর কাাঁচিতে বৈদ্যুতিক শান দেয়া।
  • ফেসিয়াল প্যাক বাটি, অয়েল বাটি, চিরুণী/ ব্রাশ, টুইজার, পেডিকিউর সেট, মেনিকিউর সেট, গামলা ইত্যাদি ব্যবহার শেষে নিয়ম মাফিক ধোয়ার ব্যবস্থা করা।
  • উপকরণসমূহ ধোয়ার ক্ষেত্রে প্রয়োজনমতো ক্লিঞ্জার ও পরিস্কার পানি ব্যবহার করতে হবে। ধোয়া ও মোছার পর নির্ধারিত সো কেসে রাখা।
  • যে পাত্রে যে উপকরণ রাখা হয় সেটা অন্য কাজে ব্যবহার না করা।
  • যে সব উপকরণ জীবাণু মুক্ত করার দরকার হয়, সেগুলো প্রতিবার ব্যবহার করে ধোয়ার সময় এন্টিস্যাপটিক ব্যবহার করা অথবা ফুটন্ত পানিতে স্টেরেলাইজড বা জীবাণূমুক্ত করা। যেমন মেনিকিউর ও পেডিকিউর সেট, টুইজার ইত্যাদি।
  • কাস্টমার ও বিউটিশিয়ান উভয়ের ব্যক্তিগত নিরাপত্তার উপকরণ যেমন ফেসিয়াল গাউন, এপ্রোন, গ্লাভস ইত্যাদি নিয়মিত ধোয়া ও শুকিয়ে প্রয়োজন মতো ইস্ত্রি করে রাখা।

আসবাব পত্রের যত্ন-

ফেসিয়াল বেড, ভ্রু প্লাক চেয়ার, চুল কাটার চেয়ার, টুল, ইত্যাদি আসবাবপত্র প্রতিদিন কাজের শুরুতে নির্দেশিকা অনুযায়ী ধুলাবালি মুছে পরিস্কার করা। দিনের শেষে আবার মুছে রাখা।

  • মোছার সময় পরিস্কার কাপড় বা ব্রাশ ব্যবহার করা।
  • নিয়মিত ফ্রিজ পরিস্কার করা। ফ্রিজে রাখা কাঁচামালের পাত্রগুলো পরিস্কার করে ফ্রিজে রাখা।

আজ এই পর্যন্ত আশা করি আপনারা সুন্দর ভাবে বুঝতে পেরেছেন বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools) ব্যবহার করা হয়।

বিউটি কেয়ার কাজের জন্য প্রয়োজনীয় টুলস বা সরঞ্জাম (Beauty Care Tools)

 

পূর্ববর্তী লেখার জন্য ক্লিক করুন-সম্পূর্ণ ফ্রি উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ নিয়ে এলো টিএমএসএস (Free Entrepreneurship Development Training)

 

পরবর্তী লেখার জন্য ক্লিক করুন-শিশুকে সঠিকভাবে মায়ের বুকের দুধ খাওয়ানোর নিয়ম (Optimal Breast-Feeding Practices)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!