Job News
NOTS-SWG
NOTS-SWG

ওয়্যার গেজ ব্যবহার করে যে কোন তারের সাইজ বের করুন খুব সহজেই (How to use wire gauge)

প্রিয় শিক্ষাথীগণ, আশা করি সবাই ভাল আছেন। এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে- ওয়্যার গেজ ব্যবহার করে যে কোন তারের সাইজ বের করুন খুব সহজেই (How to use wire gauge)। তো চলুন শুরু করা যাক-

তারের সাইজ এবং নম্বর (Wiring size and number): ব্যবহার ক্ষেত্রে সাধারণত বৈদ্যুতিক তারকে প্রস্থচ্ছেদ আয়তন দ্বারা চিহ্নিত না করে নম্বর দ্বারা চিহ্নিত করা হয়। তারের এ নম্বর নির্ধারণ ও সাইজ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় ওয়্যার গেজ। আমাদের দেশে আমেরিকান ওয়্যার গেজ এবং ব্রিটিশ ওয়্যার গেজ উভয়টিই প্রচলিত। আমেরিকান ওয়্যার গেজকে অ. ড. এ. এবং ব্রিটিশ ওয়্যার গেজকে ই. ড. এ বলা হয়। ।

NOTS-SWG

ওয়্যার গেজ দেখতে একটা গোলাকার চাকতি বিশেষ। চাকতির প্রান্তে বিভিন্ন মাপের ছিদ্র এবং তার প্রান্তে স্লট থাকে। ছিদ্রের পাশে একটা নম্বর মুদ্রিত থাকে। কোন তারের নম্বর নির্ণয় করতে হলে তারটিকে ছিদ্র দিয়ে ঢুকিয়ে স্লুট দিয়ে বাইরে আনা হয়। সবচেয়ে চিকন যে সুটের মধ্য দিয়ে তারটিকে স্বাভাবিকভাবে বাইরে আনা যায় তার ছিদ্রের পাশে মুদ্রিত নম্বরই তারের নম্বর।

তার ও ক্যাবলের স্পেসিফিকেশন:
কোন তারের বা ক্যাবলের স্পেসিফিকেশন বা বিশদ বিবরণ উল্লেখ করতে হলে প্রথমে তারের প্রকার এবং পরে কোর সংখ্যা ও প্রতি কোরে স্ট্র্যান্ডের সংখ্যাকে গুণ চিহ্ন দ্বারা প্রকাশ করে এরপর স্ট্যান্ডের ব্যাস ইঞ্চিতে উল্লেখ করা হয়।

উদাহরণ: পিভিসি 2×3/.029 ক্যাবল, যার ইস্যুলেশন ও শীথ পিভিসি পদার্থের কোর সংখ্যা দুটো প্রতি কোরে স্ট্র্যান্ড তিনটি এবং প্রতি স্ট্রান্ডের ব্যাস 0.029 ইঞ্চি। টি আর এস 3X 14/0.064 ক্যাবল, যার ইস্যুলেশন ও শীথ শক্ত রবারের, কোর সংখ্যা তিন, স্ট্র্যান্ড সংখ্যা চৌদ্দ এবং প্রতি স্ট্র্যান্ডের ব্যাস 0.064 ইঞ্চি। আজকাল আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী ক্যাবলের স্পেসিফিকেশন লিখতে শুধুমাত্র ইসুলেশন ও শীথের প্রকার, কোর সংখ্যা এবং প্রতি কোরের মোট প্রস্থচ্ছেদ আয়তন উল্লেখ করা হয়। যেমন- পিভিসি 2x 3/0.019 ক্যাবল।

নিম্নে ওয়্যারিং কাজে ব্যবহৃত বিভিন্ন সাইজের তার ও ক্যাবলের কারেন্ট বহনক্ষমতার একটি তালিকা প্রদান করা হল:

আজকের লেখার মাধ্যমে জানলাম- ওয়্যার গেজ ব্যবহার করে যে কোন তারের সাইজ বের করুন খুব সহজেই (How to use wire gauge)।
পূর্বের লেখা পড়তে ক্লিক করুন-বিভিন্ন ক্যাবলের গঠন ও ব্যবহার (Construction and uses of cables)

পরবর্তী লেখা পড়তে ক্লিক করুন-ইলেকট্রিক্যাল ক্যাবল ও তার নিয়ে সহজ ভাবে আলোচনা (what is wires and cable)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!