Job News
what is wires and cable

ইলেকট্রিক্যাল ক্যাবল ও তার নিয়ে সহজ ভাবে আলোচনা (what is wires and cable)

প্রিয় শিক্ষাথীগণ, আশা করি সকলে ভাল আছেন। আজ আমরা যে বিষয় জানবো তা হচ্ছে- ইলেকট্রিক্যাল ক্যাবল ও তার নিয়ে সহজ ভাবে আলোচনা-(What is Wires and Cable)। অব্যশই মনোযোগ সহকারে পড়লে নতুন, পুরাতন ইঞ্জিনিয়া এবং ইলেকট্রিশিয়ানরা ভাল একটি ধারনা লাভ করবে।
তো চলুন শুরু করা যাক- তার (Wires), ক্যাবল (Cable) কি?। এই একটি বিষয় নিয়ে আমাদের মাঝে ব্যাপক কনফিউজ আছে।

(তার (Wires):)

সাধারণ অর্থে তার হচ্ছে ইসুলেশনের আবরণহীন একটি একক পরিবাহী। অর্থাৎ ইসুলেশন দ্বারা আবৃত বা অনাবৃত একটি একক পরিবাহীকে ওয়্যার বা বৈদ্যুতিক তার বলে।

বৈদ্যুতিক তার বলতে গোলাকার প্রস্থচ্ছেদ ০ বিশিষ্ট কন্ডাক্টরকে বুঝায়, যার দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের তুলনায় অনেক বেশি।

তারের প্রকারভেদ (Types of wires)-

তার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন-
(a) পি.ভি.সি তার (Polyvinyl chloride wire)
(b) ভি,আই,আর তার (Vulcanized India Rubber wire)
(c) সি.টি.এস তার (Cab Tyre sheathed wire)
(d) নাইক্রোম তার (Nichrome wire)
(e) ফ্লেক্সিবল তার (Flexible wire)
(f) লিড শিথেড তার (Lead sheathed wire)
(g) প্লাস্টিক ইলেটেড তার (Plastic insulated wire)
(h) ওয়েদার-প্রুফ তার (Weatherproof wire)

ক্যাবল (Cable):

ক্যাবল ও এক বা একাধিক ইসুলেশনযুক্ত তারকে নিরবচ্ছিন্ন সাধারণ রক্ষাকারী আবরণের মধ্যে স্থাপন করা হলে তাকে ক্যাবল বলে । উলঙ্গ তারের ক্ষেত্রে কন্ডাক্টরের প্রস্থচ্ছেদ ব্যাস ১/২ ইঞ্চির বেশি হলে তাকে ক্যাবল বলে অভিহিত করা হয়।

ক্যাবলের প্রকারভেদ (Classification of cable)-

১। পিভিসি ক্যাবল
২। টিআরএস ক্যাবল
৩। সিটিএস ক্যাবল
৪। আর্মারযুক্ত ক্যাবল
৫। লীড শীথযুক্ত ক্যাবল
৬। সার্ভিস এন্ট্রান্স ক্যাবল
৭। পিআইএলসি ক্যাবল

তার এবং ক্যাবলের মধ্যে পার্থক্য-
প্রচলিত ক্ষেত্রে তার এবং ক্যাবল নাম দুটো প্রায় একই অর্থে ব্যবহৃত হলেও এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। নিম্নে তার এবং ক্যাবলের পার্থক্য দেখানো হয়েছে।

তারক্যাবল
১। ইসুলেশন বিহীন হতে পারে।১। ইস্যুলেশন বিহীন হয় না।
২। কন্ডাক্টরের উপর শুধুমাত্র ইস্যুলেশন থাকে।২। কন্ডাক্টরের উপর ইলেশন ও প্রোটেকটিভ শীথ থাকে।
৩। ওয়্যারিং, ওভারহেড লাইন মেশিন ওয়াইন্ডিং কাজে ব্যবহার করা হয় ।৩। ওয়্যারিং আন্ডার গ্রাউন্ড লাইন ও সার্ভিস কানেকশনে ব্যবহার হয়।
৪। লো-ভোল্টেজ ও মাঝারি ভোল্টেজে ইলেশনযুক্ত তার।৪। লো, মাঝারি এবং হাই-ভোল্টেজে ব্যবহার হয় ব্যবহার হয়।

আজ তাহলে এই পর্যন্ত। আমরা যে বিষয়ে জানলাম তা হচ্ছে- ইলেকট্রিক্যাল ক্যাবল ও তার নিয়ে সহজ ভাবে আলোচনা-(what is wires and cable)

পূর্বের লেখা পড়তে ক্লিক করুন-বৈদ্যুতিক ওয়্যারিং এবং হাউজ ওয়্যারিং বিষয়ে বিস্তারিত আলোচনা

পরবর্তী লেখা পড়তে ক্লিক করুন-বিভিন্ন ক্যাবলের গঠন ও ব্যবহার (Construction and uses of cables)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!